BRAKING NEWS

Smuggling Case:গরু পাচার মামলায় গ্রেফতার জেনারুল শেখের ১২ দিনের পুলিশি হেফাজত

মুর্শিদাবাদ, ৪ সেপ্টেম্বর (হি.স.): গরু পাচার মামলায় ইনামুলের ঘনিষ্ঠ সহযোগী জেনারুল শেখকে গ্রেফতার করেছে সিআইডি। রবিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বাড়ি রঘুনাথগঞ্জে। এনামুল হক ঘনিষ্ঠ ওই ব্যক্তিকে আজই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। সিআইডি সূত্রে খবর, এনামুলের অনুপস্থিতিতে গরুপাচারের দায়িত্ব ছিল ধৃতের উপর।  
ধৃত জেনারুল শেখের বাড়ি জঙ্গিপুরের জালিবাগান এলাকায়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, জেনারুল গরু পাচারের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তার কাছে গরু পাচারের বিভিন্ন প্রমাণ পেয়েছে সিআইডি। সূত্রের খবর, জেনারুল শেখ খোয়ার চালাতেন। সেই খোয়ারে গরু রাখতেন জেনারুল। সীমান্তবর্তী এলাকা থেকে বিএসফ যে গরুগুলোকে আটক করত সেই গরু নিজের খোয়ারে রাখত জেনারুল।
রবিবার সরকারি আইনজীবী রাতুল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “সিআইডির তরফে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল। আদালত ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্ত চলছে। বহু চক্র এর সঙ্গে জড়িত রয়েছে। এই চক্রগুলি কীভাবে চলত, সেই সব বিষয়ে তদন্ত চালানো হবে।”
সেই সঙ্গে তিনি আরও জানান, “সম্পত্তিরও কিছু হদিস পাওয়া গিয়েছে। এই গরু বিক্রির টাকায় বিভিন্ন জায়গায় সম্পত্তি রাখা আছে। বিভিন্ন ব্যবসা, কারখানা চলছে। সম্ভবত, বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ডে এই সম্পত্তি রয়েছে। গোটা বিষয়টি তদন্ত চলছে। আর কোথায় কোথায় রয়েছে সম্পত্তি, সেই খোঁজ করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *