নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ আগস্ট৷৷ খুমুলুঙ এর জনসভায় যাওয়ার পথে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে সোমবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আসেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়৷ উল্লেখ্য, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার সোমবারের খুমলুং জনসভায় যাবার পথে নমনঞ্জয় বাড়িতে তিপ্রামথা নামধারী দুষৃকতিকারীদের আক্রমণে আহত হয় বিজেপির ৭ জন জনজাতি কার্যকর্তা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷
এই ঘটনার খবর পেয়ে সোমবার রাতে আহত বিজেপির কার্যকর্তাদের খোঁজখবর নিতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আসেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়৷ এদিন উনার সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, তেলিয়ামুড়া মন্ডলের সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্যরা৷ চিকিৎসাধীন বিজেপি কার্যকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মুখ্য সচেতক কল্যাণী রায়৷ আহত বিজেপি কার্যকর্তাদের উন্নত চিকিৎসার ব্যাপারেও চিকিৎসকের সঙ্গে কথা বলেন কল্যাণী রায়৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এই ঘটনার তীব্র নিন্দা জানান৷ তিনি আরো বলেন, তিপ্রামথা দল পাহাড়ে মানুষকে ভয় ভীতি দেখিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এবং তিপ্রামথা দল থাংসার কথা বলে নিজেদের জাতি ভাইকেই আক্রমণ করছে৷ তিনি বলেন একজন তিপ্রাসা আরেক জন তিপ্রাসা কেই আক্রমণ করছে৷ এটি একটি জাতির পক্ষে অত্যন্ত বিপর্জনক বলে তিনি জানান এবং পূর্বে যারা সিপিআইএম দলের হয়ে এহিনো কর্মকাণ্ড সংঘটিত করত, বর্তমানে তারাই তিপ্রামথার নামে এসব ঘটনা সংঘটিত করছে৷ আহত বিজেপি কার্যকর্তাদের সম্পূর্ণ সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানায় মুখ্য সচেতক৷ দোষীদের প্রতি কঠোর শাস্তি যেন হয় তিনি প্রশাসনের প্রতি আহ্বান রাখেন৷