নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ ত্রিপুরা সফরে আসছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসঙ্ঘচালক ডা. মোহন ভাগবত। দুইদিনের ত্রিপুরা সফরে তিনি আগামীকাল দুপুরের পরে রাজ্যে আসবেন। আগামী শনিবার অমরপুর সর্বংস্থিত শান্তিধামে শান্তিকালী আশ্রমের নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষ্যে সংকল্প সভায় তিনি বক্তব্য রাখবেন।
জানা গেছে, সাংগঠনিক বিষয় নিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ প্রধান ত্রিপুরায় আসছেন না। তাঁর এই সফর শুধুই শান্তিকালী আশ্রমের নবনির্মিত মন্দিরের উদ্বোধনের জন্য। ইতিমধ্যে তাঁর সফরকে ঘিরে রাজ্যে জোর তত্পরতা শুরু হয়েছে। কারণ, তিনি জেড প্লাস শ্রেণীভুক্ত নিরাপত্তা পান।
পুলিশ সুত্রে খবর, বিমান বন্দর থেকে ডা. ভাগবত উজ্জয়ন্ত প্রাসাদে যাবেন। সেখানে রাজ পরিবারের আথিতেয়তা গ্রহণ করবেন। এরপর তিনি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ত্রিপুরায় প্রধান কার্যালয় সেবাধামে যাবেন। সেখানেই তিনি রাত্রিযাপন করবেন। শনিবার সকালে তিনি অমরপুরের সর্বংস্থিত শান্তিকালী আশ্রমের উদ্দেশ্যে রওনা দেবেন।ওইদিন সকাল ১১টায় শান্তিকালী আশ্রমের নবনির্মিত মন্দিরের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে সংকল্প সভায় তিনি বক্তব্য রাখবেন। সেখান থেকে ফিরেই তিনি রাজ্য ছেড়ে চলে যাবেন।