ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট।। মহিলা লিগ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৬ আগস্ট থেকে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবারকার মহিলা লীগ ফুটবলে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের মহিলা লীগ কমিটির সচিব সোমবারে লীগের ক্রীড়া সূচি ঘোষণা করেছেন। খেলা হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে তথা অ্যাস্ট্রোটার্ফ মাঠে। এবারকার মহিলা লীগ আসরে অংশগ্রহণকারী পাঁচটি দল হলো চলমান সংঘ, কিল্লা মর্নিং ক্লাব, ত্রিপুরা স্পোর্টস স্কুল, জম্পুইজলা প্লে সেন্টার এবং বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। প্রতিটি ম্যাচ হবে ৩৫-১০-৩৫ মিনিটের হিসেবে। বরাবরের মতোই নিয়মে রাখা হয়েছে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। প্রতিটি দলকে খেলা শুরুর ৩০ মিনিট আগে মাঠে টার্ন-আপ করতে হবে। লীগ কমিটির হাতে অধিকার রয়েছে ক্রীড়া সূচি পরিবর্তন করার জন্য। কোন কারনে ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হলে পরের দিন সকালে ম্যাচটি বাকি সময়ের হিসেবে অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে ৫ জন করে খেলোয়াড় পরিবর্তন করা যাবে। প্রথমার্ধে ন্যূনতম দুজন খেলোয়ার পরিবর্তন করা যাবে। যদি প্রথমার্ধে কোনও খেলোয়াড় পরিবর্তন না করানো হয়, তবে দ্বিতীয়ার্ধে সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কে পরিবর্তন করা যাবে। এছাড়া, টুর্নামেন্টের খেলা গুলো হবে লীগ রুলস মেনে। প্রতিদিন ম্যাচ বিকেল তিনটা থেকে শুরু হবে। ক্রীড়া সূচি অনুযায়ী ২৬ আগস্ট উদ্বোধনী ম্যাচে চলমান সংঘ খেলবে জম্পুইজলা প্লে সেন্টারের বিরুদ্ধে। ২৭ আগস্ট বিশ্রামগঞ্জ প্লে সেন্টার বনাম কিল্লা মর্নিং ক্লাবের খেলা। ২৮ আগস্ট চলমান সংঘ ও ত্রিপুরা স্পোর্টস স্কুল পরস্পরের মুখোমুখি হবে। ২৯ আগস্ট কিল্লা মর্নিং খেলা ও জনম্পুইজলা প্লে সেন্টারের খেলা। ৩০ আগস্ট চলমান সংঘ বনাম বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের খেলা। ৩১ আগস্ট জম্পুইজলা প্লে সেন্টার ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের খেলা। ১ সেপ্টেম্বর বিরতির পর, ২সেপ্টেম্বর কিল্লা মর্নিং ক্লাব খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। ৩ সেপ্টেম্বর বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সঙ্গে জম্পুই জলা প্লে সেন্টারের খেলা। ৪ সেপ্টেম্বর কিল্লা মর্নিং ক্লাব খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। ৫ সেপ্টেম্বর বিরতির পর ৬ সেপ্টেম্বর বেলা আড়াইটায় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ও ত্রিপুরা স্পোর্টস স্কুল পরস্পরের মুখোমুখি হবে।