কলকাতা, ১৫ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসে সোমবার সিপিএমের রাজ্য দফতর মুজাফফর আহমেদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । এদিনের অনুষ্ঠানে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিমানবাবু ।
বিমান বসু বলেন, ভারতের সংবিধান আক্রান্ত হচ্ছে। খর্ব হচ্ছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। ভারতবর্ষের মানুষকে সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। তাই আমাদের শপথের মাধ্যমে সঙ্গবদ্ধ হতে হবে। ফিরিয়ে দিতে হবে গণতন্ত্র। বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বামফ্রন্ট চেয়ারম্যান আরও বলেন, আরএসএস-এর পরিবার ছাড়া বিজেপি চলবে না। সেই পরিবার তন্ত্রের কথাই বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী। কালো টাকা ইস্যুতে তাঁর কটাক্ষ, যিনি নীরব মোদীর ব্যবস্থা নিচ্ছেন না, তিনি নাকি কালো টাকা উদ্ধার করবেন!