কলকাতা, ১৫ আগস্ট ( হি.স.) : স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে রেড রোডে আয়োজিত কুচকাওয়াজের অনুষ্ঠানে আদিবাসী নৃত্যে মঞ্চ ছেড়ে নেমে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে উঠলেন।
তিনি যে মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী, তা আরও একবার প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে যখন এক এক করে স্কুলের বাচ্চারা তাদের নাচগানের অনুষ্ঠান দেখাচ্ছে, তখন তালে তালে তালি দিচ্ছিলেন মমতা। কিন্তু, আদিবাসী শিল্পীরা যখন তাঁদের অনুষ্ঠান করছিলেন মুখ্যমন্ত্রীর মূল মঞ্চের সামনে, তখন আর চুপ করে বসে থাকতে পারলেন না তিনি। আসন ছেড়ে উঠে মঞ্চের সিঁড়ির কয়েক ধাপ পেরিয়ে নেমে এলেন একেবারে মাটিতে। তালে তালে তাঁদের নাচে পা মেলালেন মুখ্যমন্ত্রীও। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে উঠলেন। মুখ্যমন্ত্রীও উপভোগ করলেন আনন্দের কয়েক মুহূর্ত।