ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।। উদ্বোধনী দিনেই অঘটন। ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত-র প্রাক্তন ছাত্র আনরেটেড ধ্রুবজ্যোতি রক্ষিত হারিয়ে দেন বাংলাদেশের রেটেড দাবাড়ুকে। এদিন ৫১ নম্বর বোর্ডে বাংলাদেশের রেটেড দাবাড়ু এস সি শেখরের মুখোমুখি হয় ত্রিপুরা ধ্রুবজ্যোতি। মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত দ্বিতীয় বর্ষ ‘অপর্ণা দত্ত’ স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায়। মনোরঞ্জন দে ট্রাস্টের সহযোগিতায় এন এস আর সি সি-র যোগা হলে শনিবার থেকে শুরু হয়েছে ৬দিন ব্যাপী আসর। অমলেন্দু রক্ষিত এবং প্রয়াত লতিকা ধরের একমাত্র ছেলে ধ্রুবজ্যোতি চাকরিসূত্রে থাকেন জার্মানির ওয়ালডর্ফে। সফ্টওয়ার ইঞ্জিনীয়ার ধ্রুবজ্যোতি প্রায় ২০ বছর পর আগরতলায় ফিরে এবারের আসরে অংশ নেন। এবং প্রথংম দিনেই বাজিমাৎ করে দেন। সাদা ঘুটি নিয়ে গাইকো পিয়ানো ওপেনিং য়ে খেলে ৩৫ চালে বাংলাদেশের দাবাড়ুকে হারিয়ে রীতিমতো চমক দেন। এছাড়া রাজ্যে দাবাড়ুদের মধ্যে স্বর্ণদ্বীপ মজুমদারও এদিন চমক দেন। রুখে দেন ১৬৮৫ রেটিং প্রাপ্ত দাবাড়ু কিশোর সাজ্জাদকে। দিনের শেষ চমক দেয় মেট্রিক্স চেস আকাদেমির মেলাঘর শাখার ছাত্র সিদ্ধার্থ মজুমদার। মাত্র ৩ মাসের প্রশিক্ষণে এদিন স্কুল পড়ুয়া দাবাড়ু সিদ্ধার্থ হারিয়ে দেয় রেটেড দাবাড়ু রাজ্যের গোপাল তামাংকে। প্রথম দিনে এছাড়া শীর্ষ স্থানীয় সকল দাবাড়ু জয় পেয়েছেন। গ্র্যান্ড মাস্টার দাবাড়ু নিউরিস এবং রাইউস এদিন অনেকটা সহজেই জয় পায়। আজ সকাল সাড়ে ৯ টায় দ্বিতীয় এবং বিকেল সাড়ে ৩ টায় তৃতীয় রাঊউন্ডের খেলা হবে।