ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।। কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত। আগামীকাল সকাল ৯ টায় প্রথম কোয়ার্টার ফাইনালে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন খেলবে টাটা মোটরস-এর বিরুদ্ধে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ওএনজিসি খেলবে আয়োজক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক খেলবে এইচ.ডি.এফ.সি ব্যাংকের বিরুদ্ধে। শেষ কোয়ার্টার ফাইনালে নীপকো খেলবে টি.এস.ই.সি.এল-এর বিরুদ্ধে। জার্নালিষ্টগ্রেশন ক্লাব আয়োজিত প্রথমবারের মতো কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট শনিবার থেকে শুরু হয়েছে। সকালে এম.বি.বি গ্রাউন্ডে আয়োজিত তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে টিসিএ-র যুগ্ম সচিব কিশোর কুমার দাস, রাষ্ট্রীয় কন্ঠ পত্রিকার সম্পাদক চন্দ্রশেখর কর, ওএনজিসি-র আধিকারিক নীল রতন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ। টাটা মোটরস বনাম ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রথম ম্যাচটি রোমাঞ্চকর ভাবে টাই হলে সুপার ওভারে টাটা মোটরস জয়ী হয়। দ্বিতীয় ম্যাচে এইচডিএফসি ব্যাঙ্ক ১৮ রানের ব্যবধানে ট্যাক্স অর্গানাইজেশনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। পরের ম্যাচে টিএসইসিএল ৯ উইকেটের ব্যবধানে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট-কে পরাজিত করে শেষ আটে উন্নীত হয়েছে। শেষ ম্যাচ জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ৬ উইকেটের ব্যবধানে লুসিড হেলথ কেয়ার-কে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। উল্লেখ্য, ১৫ই আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং ওইদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যের তিনজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকেও সংবর্ধিত করা হবে। টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলাগুলো উপভোগ করার জন্য জেআরসি-র সচিব অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।