দুর্গাপুর, ১২ আগস্ট (হি. স.) জাতীয় সড়কের পাশে ধাবা থেকে মুহুর্তেই মার্বেল বোঝাই ট্রেলার ছিনতাই করে শেষ রক্ষা হল না। দুর্ঘটনার কবলে পড়ে ধরা পড়ল বমাল ছিনতাইকারী বৃহস্পতিবার রাত্রে ঘটনাটি ঘটেছে ১৯ নং জাতীয় সড়কের ওপর কাঁকসা থানা এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ছিনতাইকারীর নাম রাজেন চৌধুরী, কাঁকসার গাংবিলের বাসিন্দা। আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনায় জানা গেছে, বৃহস্পতিবার রাত্রে গুজরাট থেকে একটি মার্বেল পাথর বোঝাই ট্রেলার মেমারী যাচ্ছিল। প্রায় ৩০ লক্ষ টাকার মার্বেল বোঝাই ছিল ওই ট্রেলারে। রাত্রে জাতীয় সড়কের পাশে রাজবাঁধ এলাকায় ট্রেলারটি দাঁড় করিয়ে একটি ধাবাতে ঢোকে চালক। অভিযোগ কয়েক মুহুর্তের মধ্যে চালক দেখেন তার ট্রেলার উধাও। বেগতিক বুঝে ট্রেলার চালক ধাবাতে কর্মরত কর্মীদের গোটা বিষয়টি জানায়। তারপর সেখান থেকে কাঁকসা থানায় ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশের মোবাইল গাড়ী জাতীয় সড়কে তল্লাশী শুরু করে।
এদিকে, পালানোর সময় পানাগড় বাইপাসে ট্রেলারটি ডিভাইডারে ধাক্কা মারে ছিনতাইকারী। তাতে গুরুতর জখম হয় চালক। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এবং ছিনতাই হওয়া দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারটি উদ্ধার করে। কাঁকসা থানার পুলিশ জানিয়েছে, ” উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া ট্রেলারটি। আহত ছিনতাইকারী চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”