নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ আগরতলা পুর নিগম এলাকার জনগণের সুবিধার্থে বুধবার আরও দশটি নতুন পানীয় জলের ট্যাঙ্কার এর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে৷ নতুন এই পানীয় জলের ট্যাংকার গুলির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার৷ আগরতলা পুর নিগমের মেয়র সহ অন্যান্য কর্মকর্তারা বিগত নির্বাচনে জয়ী হওয়ার আগে নির্বাচনী প্রচারে গিয়ে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণের বিভিন্ন সমস্যার সমাধানে পুর নিগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে৷ ইতিমধ্যেই প্রতিশ্রুতি পূরণ শুরু করে দিয়েছে পুর নিগম কর্তৃপক্ষ৷ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বুধবার আগরতলা পুর নিগমের তরফ থেকে পুরো নাগরিকদের জন্য নতুন আরো দশটি জলের ট্যাংকার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে৷ জলের ট্যাঙ্কার গুলির আনুষ্ঠানিক সূচনা করে মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ’’আজাদী কা অমৃত মহোৎসব’’ উপলক্ষে শহরবাসীর সুবিধার্থে ১ হাজার লিটারের ১০টি নতুন পানীয় জলের টেঙ্কার জন সেবায় সংযোজন করা হয়েছে৷৷ বুধবার বেলা ১১ টায় সিটি সেন্টারস্থিত আগরতলা পুর নিগমের হেড অফিস প্রাঙ্গনে নতুন এই পানীয় জলের টেঙ্কারগুলোর শুভ উদ্বোধন করা হয়৷ উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , উপস্থিত ছিলেন মিউনিসিপ্যাল কমিশনার দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য অতিথিবৃন্দ৷ জলের ট্যাঙ্কার গুলির আনুষ্ঠানিক উদ্বোধন করে মেয়র বলেন পুর নাগরিকরা যাতে এসব জলের ট্যাংকার গুলোর সুবিধা ভোগ করেন৷ প্রসঙ্গক্রমে মেয়র বলেন বিগত ২৫ বছরে বামফ্রন্ট সরকারের আমলে মাত্র পাঁচটি জলের ট্যাংকার ছিল৷ বিভিন্ন অনুষ্ঠানে জল সরবরাহের জন্য অনেকেই নিগমের কাছে আবেদন করে থাকেন৷ ট্যাঙ্কারের অভাবে অনেক জায়গায় জল পৌঁছে দেওয়া যায় না৷ বর্তমান পুরো পরিষদ ক্ষমতায় আসার পর এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করে দশটি নতুন জলের ট্যাংকার আনুষ্ঠানিকভাবে চালু করেছে৷ পুর এলাকার অন্যান্য সমস্যাগুলি সমাধানের জন্য পুরো নিগম প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বলে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন৷