নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৯ আগস্ট৷৷ শান্তির বাজার শহরে বিভন্ন স্থানে সরকারি জায়গা দখন করে যে যার খুশি মতো তৈরি করছে দোকানপাট৷ শান্তির বাজার জেলা হাসাপাতল সংলগ্ণ এলাকায় ও বগাফা ফরেষ্ট রেঞ্জ অফিস সংলগ্ণ এলাকায় সরকারি জায়গা দখল করে যে যার খুশি মতো দোকানপাট তৈরি করছে৷
এরই মধ্যে শান্তির বাজার জেলা হাসাপাতল সংলগ্ণ এলাকায় একটি জায়গায় নতুন করে ঘর তৈরি করা হচ্ছে৷ শুনা যাচ্ছে এই জায়গায় শাসকদলের একটি অফিস কক্ষ খোলা হচ্ছে৷ বিগত দিনে এই জায়গা দখল করে একটি ঔষধ দোকান খুলতে গিয়ে মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের হাতে বাঁধার সন্মুখিন হতে হয়েছে ঐ দোকানের মালিক৷ বর্তমানে সময়ে রাতারাতি ওই জায়গায় ঘর তৈরি করাকে কেন্দ্র করে নানান প্রশ্ণ জাগছে লোকমনে৷
এই নিয়ে শান্তির বাজার মহকুমা শাসক নিরব দর্শকের ভূমিকা পালন করছে৷ রাজ্যে বিজেপি সরকার গঠনের পর খাস জায়গায় ও সরকারি জায়গায় তৈরি বিভিন্ন দলের পার্টি অফিস ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে৷ বর্তমান শাসকদল তথা রাজ্য সরকার চাইছে স্বচ্ছতা৷ রাজ্যের শাসক দলের এই প্রচেষ্টাকে কালিমালিপ্ত করতে কিছু সংখ্যক লোকজন রাতারাতি সরকারি জায়গা দখল করে অফিস কক্ষ ও দোকানপাট তৈরি করাকে কেন্দ্র করে প্রসাশনের সাথে শান্তির বাজারে শাসক দল নিরব ভূমিকা পালন করছে৷