নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা মূলক কাজ সচল রাখতে পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগ সহ অন্যান্য দাবিতে শনিবার বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ রাজ্যের সুকলগুলিতে শিক্ষকের অভাবে পঠন পাঠন স্তব্ধ হয়ে পড়ার উপক্রম৷ সংস্কারের অভাবে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে উঠছে৷ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই৷ রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে৷ এ ছাড়াও নানা সমস্যায় রয়েছেন রাজ্যের জনগণ৷ রাজ্য সরকার সবকিছু জেনেশুনেও কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ৷ অবিলম্বে জরুরী পরিষেবা শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা সচল রাখার তাগিদে পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগের জোরালো দাবি জানিয়েছে বাঙালি ছাত্র যুব সমাজ৷ সংগঠনের পক্ষ থেকে শনিবার শিবনগর দলীয় কার্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়৷ মিছিলটি কলেজ রোড হয় শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে৷ মিছিলে অংশ নিয়ে বাঙালি ছাত্র-যুবক সমাজের নেতৃবৃন্দ অভিযোগ করেন অবিলম্বে যদি সরকার এসব ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷ শুধু বাঙালি ছাত্র যুবক সমাজই নয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজ্যে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন সহ অন্যান্য দাবিতে আন্দোলন সংঘটিত করা হচ্ছে৷ কিন্তু তাতেও কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ হচ্ছে না৷ অবিলম্বে রাজ্য সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে সচেতন মহল মনে করছেন৷