নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.) : দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত একটি মানি লন্ডারিং মামলায় কর্ণাটক কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে বাদ দিয়ে চার সহ-অভিযুক্তকে জামিন দিয়েছে। মঙ্গলবার বিশেষ জজ বিকাশ ধুল জামিনের আদেশ দেন।
আদালত যে অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছেন তাদের মধ্যে রয়েছেন শচীন নারায়ণ, সুনীল কুমার শর্মা, অঞ্জনেয়া হনুমান্থাইয়া এবং রাজেন্দ্র এন। এই মামলায় ইতিমধ্যেই ডিকে শিবকুমারকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। গত ৩০ জুলাই চার আসামির অভিযুক্তের আবেদনের ওপর রায় দেন সংরক্ষণ করে আদালত।
গত ১ জুলাই চার আসামির পক্ষে জামিন আবেদন করা হয়। ৩১ মে, আদালত ডিকে শিবকুমার সহ পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে ইডির দায়ের করা চার্জশিটটি আমলে নিয়েছিল। ২৬ মে সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল ইডি।
ডিকে শিবকুমারকে ৩ সেপ্টেম্বর, ২০১৯-এ ইডি গ্রেফতার করেছিল। ২৩শে অক্টোবর দিল্লি হাইকোর্ট ডিকে শিবকুমারকে ২৫ লক্ষ টাকার বন্ডে জামিন দেয়। দিল্লি হাইকোর্ট থেকে ডি কে শিবকুমারকে দেওয়া জামিনকে ইডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল। সুপ্রিম কোর্ট ১৫ নভেম্বর, ২০১৯-এ ইডির আবেদন খারিজ করেছিল।