নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জুন৷৷ গাঁজা পাচার কান্ডের সাথে জড়িত মূল পাণ্ডাদের খুঁজে কি পাচ্ছে না পুলিশ৷ হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট থেকে ৪৩৪ কেজি শুকনো গাঁজা উদ্ধারের ১২ ঘন্টা যেতে না যেতেই ফের তেলিয়ামুড়া থানার পুলিশ একটি দূরপাল্লার কন্টেনার গাড়ি থেকে বাজেয়াপ্ত করলো বিপুল পরিমাণে শুকনো গাঁজা, সেই সঙ্গে আটক গাড়ির চালক৷ ঘটনা সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া থানার সম্মুখে৷
খবরে প্রকাশ,আগরতলার বাইপাসের দিক থেকে দূরপাল্লার একটি ডব্লিওবি২৩সি০৪৭১ নম্বরের একটি কন্টেনার গাড়ি বহিঃরাজ্যের দিকে যাওয়ার পথে গাড়িটিকে তেলিয়ামুড়া থানার সম্মুখে দাঁড় করিয়ে সন্দেহ বশত তল্লাশি চালিয়ে গাড়িটির এক গোপন চেম্বার থেকে ২১১৯ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ৷ সেই সঙ্গে আটক করা হয় বিহার রাজ্যের গাড়ির চালক মোহাম্মদ শফিক নামের এক যুবককে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া৷ তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বাজেয়াপ্তকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকার উপর হবে৷ তাছাড়া তিনি জানিয়েছেন, গাড়িটিতে তল্লাশি চালানোর সময় গাড়ির মধ্যে থেকে বেশ কয়েকটি আলাদা আলাদা নম্বরের নাম্বার প্লেট ও বাজেয়াপ্ত করা হয়েছে৷