BRAKING NEWS

মালিতে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হয়েছেন

বামাকো, ২১ জুন (হি.স.): সপ্তাহান্তে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে “কাপুরুষ ও বর্বর” সন্ত্রাসী হামলায় ১৩০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

একটি সরকারি বিবৃতি অনুসারে, কাতিবাত মাকিনা জিহাদি সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসীরা (আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত) মোপ্তি অঞ্চলের দিলাসগৌ শহরে শান্তিপূর্ণ বেসামরিক লোকদের লক্ষ্য করে। এটি ডায়ানভেলি এবং ডেগুয়েসগৌ-এর নিকটবর্তী লোকেদেরও লক্ষ্যবস্তু করেছিল।

মালি ২০১৫ সাল থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। এই বছরের ২০নভেম্বর, সন্ত্রাসীরা মালির রাজধানী বামাকোতে রেডিসন ব্লু হোটেলকে লক্ষ্যবস্তু করে এবং ২০ জনেরও বেশি মানুষকে গুলি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *