BRAKING NEWS

Sundarban : হার মানছে প্রতিকূলতা, ঘুরে দাঁড়াতে চাইছেন সুন্দরবনের প্রান্তিক মৎস্যজীবীরা

বাসন্তী, ১৯ জুন (হি.স.): ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অর্ন্তগত কেন্দ্রীয় অন্তর্স্থলীয় মৎস্য গবেষণা সংস্থার ব্যারাকপুর শাখা সুন্দরবনে বসবাসকারী তপশিলী জাতি, উপজাতির ৫০০ জন মৎস্যজীবী পরিবারের আগামী দিনের জীবন-জীবিকা সুনিশ্চিত করতে এগিয়ে এল। গত দু’বছর ধরে ৫০০ মৎস্যজীবী পরিবারকে ১০ কেজি মাছের চারা, ২০ কেজি চুন, ওষুধ ও মাছের খাবার তুলে দেওয়া হচ্ছে।

রবিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর নারায়ণতলা স্কুল মাঠে হাজির মৎস্যজীবীদের হাতে তুলে দেওয়া হল চলতি বছরের সামগ্রী। এদিন সংস্থার কর্তারা এলাকার বেশ কিছু মৎস্যজীবীর বাড়িতে গিয়ে মাছ চাষের অগ্রগতি খতিয়ে দেখেন। একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামলে সরকারি সাহায্যে ঘুরে দাঁড়াতে চাইছেন সুন্দরবনের এই সমস্ত প্রান্তিক মৎস্যজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *