BRAKING NEWS

Missing :এখনও নিখোঁজ ধূপগুড়িতে মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়া বালক

ধূপগুড়ি, ১৯ জুন (হি.স.): ধূপগুড়িতে বন্ধুর সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেল চতুর্থ শ্রেণির ছাত্র। শনিবার বিকেলে ঘটনাটি ঘটলেও তলিয়ে যাওয়া নাবালকের বন্ধু আতঙ্কে কাউকেই কিছুই জানায় নি। রবিবার সকালে বিডিওর উপস্থিতিতে ধূপগুড়ির সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। তবে এখনও নিখোঁজ নাবালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ নাবালকের নাম পিত্তিশ রায়(১০)। গতকাল রাতে বাড়ি না ফেরায় তার সন্ধান শুরু করে পরিবারের লোকেরা। তখনই পিত্তিশের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা দুজন উত্তর গোসাইহাটের গিলান্ডি নদীতে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎই জলের তোড়ে পিত্তিশ ভেসে যায়। আতঙ্কে অপর বন্ধু ঘটনাস্থল ছেড়ে বাড়ি চলে যায়। তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করলেও অস্বীকার করতে থাকে। শেষে গতকাল রাতে সে স্বীকার করে নেয় মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়ার ঘটনা। এরপরই পরিবারের লোকেরা রাতেই ধূপগুড়ি থানার দ্বারস্থ হয়।

রবিবার সকাল হতেই বিডিওর উপস্থিতিতে ধূপগুড়ির সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে গিয়েও সন্ধান চালানো হয়। এখনও পর্যন্ত নাবালকের সন্ধান মেলে নি।

বিডিও শঙখদীপ দাস বলেন, ‘সিভিল ডিফেন্স নামানো হয়েছে। সকাল থেকেই উদ্ধার কাজ চলছে। সন্ধ্যা নামার আগে পর্যন্ত সন্ধান চালানো হবে। পরিস্থিতির ওপর নজর রয়েছে।’-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *