BRAKING NEWS

High Court : নয় বছর পর আইনি লড়াইয়ে মিলবে চাকুরী, রায় হাই কোর্টের

আগরতলা, ৩ জুন : দীর্ঘ ৯ বছরের টানাপোড়েনের পর বাবার চাকরি পেলেন ছেলে সিদ্ধার্থ শংকর সরকার। উল্লেখ্য, ২০০৪ সালে ৪ মে উগ্রপন্থিদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন শংকর সরকার। তারপর বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তিনি। ২০১৩ সালের ২৮ এপ্রিল উত্তর ত্রিপুরায় ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় তিনি প্রয়াত হন। মৃত্যুর পর তাঁর স্ত্রী ভাস্করি দেবী ডাই-ইন-হারনেসে চাকুরীর জন্য আবেদন করেন। কিন্তু এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও চাকুরীর না হওয়ায় তিনি সেই আবেদন পত্র তুলে নিয়ে তাঁর বড় ছেলে সিদ্ধার্থশঙ্কর সরকারের জন্য চাকরির আবেদন করেন। কিন্তু দীর্ঘ প্রায় আট বছর বিভিন্ন আইনি জটিলতায় চাকুরী না হওয়ায় শেষ পর্যন্ত সিদ্ধার্থ শংকর ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি রিট পিটিশন দাখিল করেন। এরই পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি বিচারপতি শুভাশিস তলাপাত্র ছয় মাসের মধ্যে আবেদনকারীর চাকুরী মঞ্জুর করার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *