BRAKING NEWS

রাজ্যসভায় ক্রস ভোটিং আটকাতে হরিয়ানার বিধায়কদের ছত্তীশগড়ের রিসর্টে রাখছে কংগ্রেস

নয়াদিল্লি, ১ জুন(হি.স) : রাজ্যসভায় ক্রস ভোটিং আটকাতে হরিয়ানার বিধায়কদের ছত্তীশগড়ের রিসর্টে রাখছে কংগ্রেস। আগামী ১০ জুন রাজ্যসভার ভোটের আগেও একই অবস্থা কংগ্রেসের অন্দরে। বিধায়ক কেনাবেচা আটকাতে কংগ্রেস ফিরিয়ে আনল সেই ‘রিসর্ট রাজনীতি’৷ দলের তরফে হরিয়ানার একঝাঁক বিধায়ককে রিসর্টে রাখার বন্দোবস্ত করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যসভার ভোট শুরু না হওয়া পর্যন্ত তাঁরা ওই রিসর্টেই থাকবেন। বিধায়কদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে কংগ্রেস শাসিত ছত্তীশগড়কে। বুধবার রাত অথবা বৃহস্পতিবার সকাল থেকে হরিয়ানা থেকে বিধায়করা পৌঁছবেন সেখানে।

ছত্তীশগড়ের ওই রিসর্টের ঘরগুলির বুকিং বৃহস্পতিবার থেকে। বিমানবন্দরে পা রাখার পরই বিধায়কদের সোজা নিয়ে যাওয়া হবে ওই রিসর্টে। আগামী ১০ জুন হরিয়ানার দুটি রাজ্যসভার আসনে ভোট রয়েছে। বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণলাল পানোয়ারকে। কংগ্রেস দাঁড় করিয়েছে দলের সাধারণ সম্পাদক অজয় মাকেনকে। কিন্তু মাকেনকে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে কেউ কেউ ক্ষোভ প্রকাশ শুরু করেছেন। সূত্রের খবর, হাইকম্যান্ড তাঁকে গুরুত্বহীন মনে করছে বলে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন বিষ্ণোই। আবার বেশ কয়েকজন নির্দল বিধায়কও কার্তিকেয়কে সমর্থন জানিয়েছেন।কার্তিকেয় নির্দল প্রার্থী হওয়ায় কংগ্রেস ক্রস ভোটিংয়ের আশঙ্কা করছে। তাই দ্রুত বিধায়কদের ছত্তীশগড় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *