নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১ জুন৷৷ তলানিতে পৌঁছেছে শান্তিরবাজার পৌর পরিষদের পরিষেবা৷ ক্ষোভ বাড়ছে লোকজনদের মধ্যে৷ ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার পৌর পরিষদে সমস্ত প্রকারের টেক্স আদায়ের দায়িত্বে রয়েছে রামবাবু রিয়াং৷ বর্তমানে পৌর পরিষদে নতুন করে নিয়ম করা হয়েছে সাপ্তাহে মঙ্গলবার ও শনিবার সমস্ত প্রকারের টেক্স আদায় ও বিভিন্ন প্রকারের ট্রেড লাইসেন্স সহ সার্টিফিকেট প্রদান করা হবে৷ এতে করে সাপ্তাহের বাকিদিন লোকজনেরা অফিসে এসে ঘুরে যেতে হচ্ছে৷ জানা যায় গত মঙ্গলবার সঠিকভাবে নেট পরিষেবা না থাকার কারনে লোকজনেরা অফিসে এসে টেক্স প্রদান করতে পারেননি৷ পৌর পরিষদের কার্যালয়ে আর ও আর সহ বিভিন্ন সার্টেফেকট প্রদানে প্রথম দেখা হয় লোকজনের টেক্স পরিষোধ করেছেন কিনা৷ কিন্তু টেক্স কাউন্টার বন্ধ থাকার ফলে বিপাকে পড়তে হয় লোকজনদের৷ সাপ্তাহে দুই দিন লোক জরো হয়েও সঠিকভাবে পরিষেবা পাচ্ছনা বলে অভিযোগ৷ এইভাবে চলতে থাকলে বছরের শেষে পৌরপরিষদে লোকজনেরা সঠিকভাবে টেক্স প্রদান করতে পারবে না৷ এতে করে লোকজনদের ফাইন মানি কাটা হবে৷ সুত্রের খবর অনুযায়ী সাপ্তাহের বাকিদিনগুলি রামবাবু রিয়াংকে অন্যকাজে অফিসের বাইরে প্রেরন করা হয়৷ এতে করে পৌর পরিষদের গুরুত্বপূর্ন সেকশান বন্ধ হয়ে থাকে৷ পৌরপরিষদের এই পরিষেবা নিয়ে ক্ষোভ লোকজনদের মধ্যে৷ এখন দেখার বিষয় এই সমস্যা সমাধানে উর্ধতন কতৃপক্ষ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷