Arjun Singh : কলকাতার পথে রওনা দিলেন অর্জুন

বারাকপুর, ২২ মে (হি.স.) : জল্পনা বাড়িয়ে রবিবারই সম্ভবত ‘ঘর ওয়াপসি’ হতে চলেছে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের৷ ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন অর্জুন৷ সূত্রের খবর, আজ বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন।

পাট শিল্প নিয়ে বেশ কিছুদিন ধরেই বিজেপির অন্দরে সুর চড়াচ্ছিলেন তিনি৷ তখন থেকেই অর্জুন সিংয়ের দলবদলের জল্পনা শুরু হয়৷ সূত্রের খবর, আজ দুপুর তিনটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে উত্তর ২৪ পরগনার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন সাংগঠনিক জেলার সভাপতি এবং একজন রাজ্য মন্ত্রিসভার সদস্য। এই বৈঠকের পর অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন৷ দাবি তৃণমূল সূত্রের৷

এর জন্য ভাটপাড়ার বাড়ি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন অর্জুন সিং৷ সকালে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, দুপুরে এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক রয়েছে৷ তাঁর সঙ্গে দেখা করবেন৷


রবিবার তৃণমূলে ফিরতে পারেন বিজেপি সাংসদ অর্জুন সিং। পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন তিনি। সূত্রের খবর, আজ বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বারাকপুরের বিজেপি সাংসদের যোগদান-সম্ভাবনা। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেকের বৈঠক বলে জানা গিয়েছে।


দলবদলের জল্পনার মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট অর্জুন সিংয়ের। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘যাঁরা আমার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা নিজেদের দিকে দেখুন’। ফের শায়েরি পোস্ট বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের।


গত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন অর্জুন। বারাকপুর থেকে সাংসদ নির্বাচিত হন। দিন যত এগিয়েছে, তৃণমূল-অর্জুন সম্পর্কের ফাটল বড় হয়েছে। কিন্তু কিছুদিন আগে থেকে অর্জুনের বাণ বিজেপিমুখী হয়ে যায়। পাটশিল্প-পাট শ্রমিকদের অভাব অভিযোগকে সামনে এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াতে থাকেন বারাকপুরের সাংসদ। তড়িঘড়ি দিল্লি থেকে ডেকে পাঠানো হয় অর্জুনকে। শুরু হয় ড্যামেজ কন্ট্রোল। কিন্তু ড্যামেজ কন্ট্রোল হয়নি, তা রবিবাসরীয় বেলায় সে কথাই বুঝিয়ে দিলেন অর্জুন। একই সঙ্গে তৃণমূলে যোগদানের জল্পনাও বাড়িয়ে দিলেন।