Ganesh Gaonkar: প্রোটেম স্পিকার হলেন গণেশ, মঙ্গলে শপথ নেবেন গোয়ার ৩৯ বিধায়ক

পানাজি, ১৪ মার্চ (হি.স.): গোয়ার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন নব-নির্বাচিত বিধায়ক গণেশ গাঁওকর। সোমবার রাজভবনে তাঁকে প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পথ করিয়েছেন রাজ্যপাল পি এস শ্রীধরণ পিল্লাই। এদিনই নতুন বিধায়কের শপথগ্রহণের জন্য ১৫ মার্চ, মঙ্গলবার বিধানসভার অধিবেশন ডেকেছেন রাজ্যপাল। মঙ্গলবারই শপথ নেবেন গোয়ার ৩৯ জন বিধায়ক।

এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার ভাবী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি পরে জানিয়েছেন, “নবনির্বাচিত বিধায়ক গণেশ গাঁওকরকে প্রোটেম স্পিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। গাঁওকর মঙ্গলবার ৩৯ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন। গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে প্রমোদ সাওয়ান্ত কবে শপথ নেবেন, তা আপাতত অজানা।