জমি নিয়ে বিরোধ, আক্রান্ত এক

আগরতলা, ৭ ফেব্রুয়ারি : জমি বিরোধের জেরে বিশালগড়ে জ্যেঠতুতো ভাইয়ের হামলায় খুড়তুতো ভাই গুরুতরভাবে আহত হয়েছে। আহতদের নাম কানাই নম। অভিযুক্তের নাম বিষ্ণু নম। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরেই জ্যাঠতুতো ভাই এবং খুড়তুতো ভাই এর মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই  বিরোধের জেরে খুড়তুতো ভাই তাকে বেধড়ক মারধর করে। তাতে সে গুরুতর ভাবে আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।