জেনেভা, ২৬ ডিসেম্বর (হি.স.): মাত্র এক মাসের মধ্যে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের বাড়বৃদ্ধি। বিশ্বে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা -র রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে ভারত-সহ বিশ্বের ১০৮টি দেশে ওমিক্রন ছড়িয়েছে।
হু-র দেওয়া তথ্য অনুসারে, বিশ্বে প্রথম ওমিক্রন ধরা পড়ে ২৪ নভেম্বর। তার পর থেকে দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের একাধিক দেশে অতি দ্রুততায় ছড়িয়েছে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের । এ পর্যন্ত গোটা বিশ্বে ওমিক্রনে মৃত্যু হয়েছে তিন জনের। মৃতরা ব্রিটেন, আমেরিকা ও ইসরায়েলের নাগরিক। সর্বত্র আক্রান্তের মধ্যে মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। তবে, উদ্বেগের কারণ সংক্রমণ ক্ষমতা। ডেলটার থেকে তিন গুণ বেশি সংক্রামক ওমিক্রন।
ভারতের স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, মাত্র ২২ দিনের মধ্যে ভারতের ১৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়ে ওমিক্রন। ভারতে প্রথম ওমিক্রন ধরা পড়েছিল ২ ডিসেম্বর। রবিবার সকালের সরকারি বিবৃতি অনুসারে গোটা দেশে ওমিক্রন আক্রান্ত ৪২২ জন। ইতিমধ্যে ১৩০ জন সুস্থও হয়ে উঠেছেন।