দেহরাদুন, ২৬ ডিসেম্বর (হি.স) : উত্তরাখণ্ডের উঁচু এলাকায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের প্রভাব আগামী চারদিন রাজ্যে থাকবে। কেদারনাথ এবং অন্যান্য উচ্চতার জায়গায় তুষারপাতে রাজ্যে ঠান্ডা বাড়িয়েছে।
রবিবার হালকা রোদের কারণে শীতের প্রভাব বজায় রয়েছে। এদিন আকাশে মেঘ থাকায় ঠান্ডা বেশি অনুভূত হয়েছে। সমতলে প্রবাহিত ঠান্ডা বাতাসের কারণে স্ব-হিমাঙ্কের প্রভাব রয়ে গেছে।
আবহাওয়া দফতরের তরফে রাজ্যের উচ্চ উচ্চতায় বিশেষ করে তিন হাজার মিটার উচ্চতায় চারদিন বৃষ্টির সঙ্গে হালকা তুষারপাতের সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে। রাজ্যের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর, পিথোরাগড়ে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের মতে, সক্রিয় পশ্চিমী ঝঞ্জার কারণে রবিবার থেকে পরবর্তী চার দিন পান্তনগরের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সমতল ভূমিতেও বেড়েছে হিমেল হাওয়া।