BRAKING NEWS

Suffering : শিক্ষক স্বল্পতায় ভুগছে বক্সনগরের দুপুরিয়াবান্দ উচ্চ বিদ্যালয়টি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। শিক্ষাই সমাজের উন্নয়নের মূল চাবিকাঠি।লাইনটি আমাদের শিক্ষিত সমাজের কাছে খুবই পরিচিত।শিক্ষার মান উন্নয়নের সরকারি-বেসরকারি নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অনেক রয়েছে।এই প্রতিষ্ঠান গুলিতে সরকার কোটি কোটি টাকা খরচ করে উন্নয়নের চেষ্টা করছে। এই উন্নয়নকে কলঙ্কিত করার জন্য কিছু শিক্ষক মহল ও কর্মচারীরা একেবারে উন্নয়নকে তলানিতে নিয়ে যাচ্ছে।বক্সনগর ব্লক অধীনস্থ সমস্ত স্কুলগুলিতে শিক্ষকদের খামখেয়ালি সহ শিক্ষক স্বল্পতায় ভুগছেন ছাত্রছাত্রীরা।

কিন্তু উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রতিষ্ঠানের কর্মচারিদের চরম উদাসীনতার কারণে কোটি কোটি টাকার সম্পদ জলে যাচ্ছে। সরকারি অর্থ যেমন নষ্ট হচ্ছে অন্যদিকে শিক্ষার অভাবের সামাজিক অনুন্নয়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বক্সনগর দুপুরিয়াবান্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শিক্ষক স্বল্পতা সহ শিক্ষকদের উদাসীনতার অভিযোগ তুলে ধরেছে। দুপুরিয়াবান্দ উচ্চ বিদ্যালয় মোট 250 জন ছাত্র-ছাত্রী রয়েছে।250 জন ছাত্রছাত্রীর জন্য মাত্র 5 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন।তাদের চরম গাফিলতির কারণে স্কুলের শিক্ষাব্যবস্থা লাটে উঠেছে বলে ছাত্র-ছাত্রী মহলের অভিযোগ। স্কুলের ইনচার্জ সিরাজ মিয়া নামে শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি জানান শিক্ষকের মধ্যে 2 জন শিক্ষক ডেপুটেশনে রয়েছে, তিনজনের মধ্যে দুইজন মাধ্যমিক পরীক্ষার ডিউটিতে চলে গেছেন। তাই একজন শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ প্রায় সময়ই স্কুলে 5 জন শিক্ষক উপস্থিত থাকেন না।তাই তাদের সম্পূর্ণ ক্লাস করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।সংশ্লিষ্ট অভিজ্ঞ মহলের ধারণা একটি স্কুল 5 জন শিক্ষক দিয়ে কিভাবে পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *