শ্রীনগর, ১১ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরের জনগণকে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু একটিও পূরণ করা হয়নি। দাবি করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আব্দুল্লাহ। শনিবার ন্যাশনাল কনফারেন্সের সংখ্যালঘু সেল তিনটি প্রস্তাব পাস করেছে, যার মধ্যে রয়েছে কাশ্মীরি পণ্ডিতদের প্রত্যাবর্তন ও পুনর্বাসন। এদিন ক্ষোভের সুরে ফারুক আব্দুল্লাহ বলেছেন, “কাশ্মীরি পণ্ডিত এবং কাশ্মীরি মুসলমানদের মধ্যে সমস্যা তৈরি করা হয়েছিল। জম্মু-কাশ্মীরে হিন্দু ও মুসলমানদের মধ্যে যে ঘৃণা ছড়ানো হয়েছে, তাতে আমাদের শত্রুরাই উপকৃত হবে।”
ফারুক আব্দুল্লাহ বলেছেন, ন্যাশনাল কনফারেন্সই একমাত্র দল যারা উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করতে পারে। ফারুক আব্দুল্লাহ আরও বলেছেন, “আমরা, অর্থাৎ নেতারা যদি ধর্ম ও রাজনীতিকে দূরে না সরিয়ে রাখি তাহলে দেশই বাঁচবে না। কেন তাঁরা মহিলা অধিকার বিল পাশ করে না? সংসদে তাঁদের ৩০০ জন সদস্য রয়েছে, কিন্তু তাঁরা চায় না পুরুষের মতো সমমর্যাদা লাভ করুক মহিলারা।” এদিনই ফারুক বলেছেন, “কাশ্মীরের জনগণকে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবেই ব্যবহার করা হয়েছে। কাশ্মীরের জনগণকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু একটিও পূরণ করা হয়নি।”