নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। বাঙালী ছাত্র যুব সমাজত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে শিক্ষা ভবনের সামনে শুক্রবার প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়। শিক্ষায় বেসরকারীকরণ এর প্রতিবাদে সোচ্চার হয়েছে বাঙালি ছাত্র যুব সমাজ। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে।
বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্য সরকার রাজ্যের শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার লক্ষ্য শিক্ষা বেসরকারিকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের এ ধরনের মানসিকতা ও উদ্যোগ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাঙালি ছাত্র যুব সমাজ। অবিলম্বে শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত থেকে সরে আসার জন্য সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শিক্ষকদের অন্যকোন কাজে নিযুক্ত না করার জন্য বাঙালির ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।