নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): শান্ত হচ্ছেই না সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। গত কয়েকদিনের মতো মঙ্গলবারও বিরোধীদের হইচইয়ের কারণে দফায় দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। রাজ্যসভায় অচলাবস্থার জন্য সরকারকেই দায়ী করলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি রাজ্যসভার ১২ জন সাংসদকে বরখাস্ত করা সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী বলে মন্তব্য করেছেন খাড়গে। এদিন বিরোধীরা যৌথভাবে জানিয়েছেন, ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এদিন বরখাস্ত হওয়া ১২ জন সাংসদের ধর্ণাস্থলে আসেন এনসিপি প্রধান শরদ পওয়ার, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত ও সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনও।
সংসদের বাইরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেছেন, “১২ জন সাংসদকে সাসপেন্ড করা নিয়ম বিরোধী এবং অগণতান্ত্রিক। রাজ্যসভায় অচলাবস্থার জন্য সরকার পুরোপুরি দায়ী। আমরা চেয়ারম্যান ও সরকারের সঙ্গে কথা বলেছি, জানিয়েছি এভাবে সদস্যদের বরখাস্ত করতে পারবেন না। আগের বর্ষা অধিবেশনে যা ঘটেছে তার জন্য তাঁরা ভুলভাবে এবং অগণতান্ত্রিকভাবে ১২ জন সাংসদকে সাসপেন্ড করেছে।” খাড়গে বলেছেন, “আমরা রাজ্যসভার কাজকর্ম সহজতর করার জন্য অনেক চেষ্টা করেছি, আমরা চেয়ারম্যানের সঙ্গে বারবার দেখা করেছি, আমাদের মতামত তুলে ধরেছি যে সাংসদদের বরখাস্ত করা যেতে পারে শুধুমাত্র বিধি ২৫৬ অনুযায়ী।”