BRAKING NEWS

পুরসভা নির্বাচন বিগ জিরো নিশ্চিত, পঞ্চায়েতেও ঘটনার পুনরাবৃত্তি : সিপিএম-কে তোপ তৃণমূলের

কলকাতা, ৪ ডিসেম্বর (হি. স.) : পুরসভা নির্বাচন বিগ জিরো নিশ্চিত, পঞ্চায়েতেও ঘটনার পুনরাবৃত্তি। প্রায় এই ভাষাতেই শনিবার সিপিএম-কে তোপ দাগল তৃণমূল। দলের মুখপত্র ‘জাগো বাংলায়’ সম্পাদকীয়র শিরোনাম করা হয়েছে ‘জাদুঘরে সিপিএম’।

কংগ্রেস কিংবা বামফ্রন্ট, দলীয় মুখপত্রে বিরোধীদের তুলোধোনা করা থেকে অব্যাহতি নিচ্ছে না তৃণমূল। কংগ্রেস ব্যর্থ, ইউপিএ শেষ এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কংগ্রেসের দল ধরে রাখা সমস্যা বলে দাবি করেছিল তৃণমূল। ‘জাগো বাংলায়’ কংগ্রেস ‘ডিপফ্রিজে’ বলে তৃণমূলের বক্তব্য, “কংগ্রেসের মধ্যে সেই ঝাঁঝটাই কমে গিয়েছে।” এবার সিপিএমকে নিশানা করল ঘাসশিবির।

মুখপত্রে বলা হয়েছে, রাজ্য থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বামেরা। একুশের নির্বাচনে খুব খারাপ ফল, স্বাধীনতার পর এই প্রথম বিধানসভায় নেই বামেরা। বিধানসভা থেকে লোকসভা- সব লড়াইতেই তাদের নিট ফল শূন্য। এই ভাষাতেই রাজ্য বামেদের কটাক্ষ করা হয়েছে ‘জাগো বাংলা’-য়।

শনিবার সম্পাদকীয়তে লেখা হয়, ”কলকাতার ধর্মতলা চত্বরে প্রায় শতাব্দীপ্রাচীন বহু বাড়ি রয়েছে। তার মধ্যে একটি সাদা বাড়ি, যাকে কলকাতার মানুষ জাদুঘর হিসেবেই জানেন। সেই জাদুঘরেই নিজেদের নাম খোদাই করে রাখার জন্য চ্যালেঞ্জ নিয়েছে রাজ্যের বামেরা। ২৩৬ থেকে এখন তারা আক্ষরিক অর্থেই শূন্য। বিধানসভায় শূন্য। লোকসভায় শূন্য। কলকাতা পুরসভা নির্বাচন শেষ হলে সেখানেও বিগ জিরো নিশ্চিত। পঞ্চায়েতেও ঘটনার পুনরাবৃত্তি।’”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *