ত্রিপুরা : সাতসকালে শৌচকার্যে গিয়ে টিলার মাটিচাপা পড়ে মৃত্যু মহিলার

কদমতলা (উত্তর ত্রিপুরা), ২০ জুলাই (হি.স.) : আজ সাতসকালে নিজের বাড়ির শৌচালয়ে গিয়ে মাটিচাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলার। মৃত মহিলাকে বছর ৫০-এর করিমুন নেসা বলে পরিচয় পাওয়া গেছে। ঘটনা মঙ্গলবার সকালে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত কদমতলা থানাধীন কালাগাঙেরপাড় এলাকায় সংঘটিত হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন কালাগাঙেরপাড় গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত আব্দুল নুরের মেয়ে করিমুন নেসা আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ ঘুম থেকে ওঠে প্রাকৃতিক ডাকে বাড়ির বাথরুমে যান। তখন আচমকা বাথরুমের পাশে উঁচু টিলার মাটি ধসে পড়ে বাথরুমে। ফলে মাটি চাপায় ঘটনাস্থলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় করিমুনের। ঘটনার সঙ্গে পরিবারের লোকজন গ্রামবাসীদের সহযোগিতায় মাটির নীচ থেকে করিমুন নেসাকে উদ্ধার করতে শুরু করেন। ইত্যবসরে খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিসে।

খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে করিমুন উদ্ধার করে কদমতলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তার পর মৃতার পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা ময়না তদন্তের প্রয়োজন নেই বলে আবেদন করলে পুলিশ প্রশাসনের অনুমতি সাপেক্ষে কর্তব্যরত চিকিৎসক নাকি করিমুনের মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেন।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরে ত্রিপুরার উত্তর জেলা জুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাতেও মুশলধারায় বৃষ্টিপাত হয়েছে। আর আজ সাতসকালে প্রাকৃতিক কাজ সারতে গিয়ে বৃষ্টির জলে গলে যাওয়া টিলার মাটি ধসে করিমুন নেসার মর্মান্তিক মৃত্যু হয়। আকস্মিক এ ঘটনায় গোটা কালাগাঙেরপাড় গ্রামে শোকের আবহ তৈরি হয়েছে।