মুম্বই, ২৯ মে (হি.স.) : শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় আইপিএলের বাকি খেলাগুলো নিয়ে সিদ্ধান্ত হলেও চলতি অক্টোবরে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ কীভাবে হবে, তা নিয়ে কোনও আলোচনা হয়নি। বরং জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।
বোর্ড সুত্রের খবর, টি-২০ বিশ্বকাপ হতে এখনও চার থেকে সাড়ে চার মাস দেরি রয়েছে। আশা করা যায়, কোভিড-১৯ পরিস্থিতি আরও পরিবর্তিত হবে। এই কারণে বিসিসিআই আইসিসি-র কাছে আরও কিছুটা সময় দেওয়ার অনুরোধ করেছিল। আইসিসি তাতে সম্মতি দেওয়ায় বিসিসিআই জুনের শেষ দিকে অথবা জুলাইয়ের শুরুতে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে এদিনের বোর্ডের সাধারণ সভায় আলোচনা করা হয়েছে।
আগামী ১ জুন আইসিসির একজিকিউটিভ বোর্ড মিটিংয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে। তার আগে বিসিসিআই কর্তারা হোম-ওয়ার্ক সেরে ফেলতে চেয়েছিলেন। বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লার মতে, আইসিসি-র তরফে টি-২০ বিশ্বকাপ নিয়ে বেশি কিছুটা সময় পাওয়া গিয়েছে। ফলে সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে টি-২০ বিশ্বকাপে আয়োজন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিসিআই টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির কাছ থেকে আরও এক মাস সময় চেয়েছিল। বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাতে সম্মতি দেওয়ায় বিশ্বকাপ নিয়ে আরও কিছুদিন পরে সিদ্ধান্ত নেবে বিসিসিআই।