নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : ওডিশা সরকারের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত ওডিশা পরিদর্শন ও রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর শনিবার টুইটে ঘূর্ণিঝড় মোকাবিলায় ওডিশা সরকারের প্রশংসা প্রধানমন্ত্রী । পাল্টা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নবীন পট্টনায়ক।
এদিন টুইটে প্রধানমন্ত্রী স্পষ্টত জানান, ভুবনেশ্বরে রিভিউ মিটিং খুবই কার্যকরী হয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য ওডিশার সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাব। এই ব্যাপারে ওডিশা অবশ্য প্রশংসনীয় কাজ করছে।
প্রধানমন্ত্রীর এই টুইটের পর তাঁকে ধন্যবাদ দিয়ে পালটা টুইট করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনিও টুইটে লেখেন, ওডিশার জন্য ত্রাণ ও পুনর্বাসনের উদ্দেশ্যে ৫০০ কোটি টাকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা করার জন্য ওডিশা সরকারের পরিকাঠামোগত ব্যবস্থার প্রশংসা করার জন্যও তাঁকে ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ওডিশার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখতে আসায় তাঁরা খুশি। বিপর্যয় মোকাবিলায় দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। যেহেতু কেন্দ্রের ওপর কোভিড বোঝা রয়েছে, তাই এখনই কোনও অর্থ সাহায্য আমরা চাইছি না।
উল্লেখ্য, গতকাল ওডিশার পাশাপাশি পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাও পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। কলাইকুণ্ডায় একটি রিভিউ মিটিংও করেন তিনি। যদিও এদিন অবশ্য পশ্চিমবঙ্গ নিয়ে টুইটে কোনও কথাই বলেননি প্রধানমন্ত্রী। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষয়ক্ষতির একটি রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী। তিনি ২ হাজার কোটি টাকার অর্থ সাহায্য চান।প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেও রিভিউ মিটিংয়ে থাকতে পারেননি তিনি।মুখ্যমন্ত্রীর পাশাপাশি মুখ্যসচিবও ছিলেন না।