BRAKING NEWS

দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, মণিপুরে সাতটি জেলায় বাড়লে কারফিউয়ের মেয়াদ, চলবে ১১ জুন পর্যন্ত

ইমফল, ২৯ মে (হি.স.) : দৈনিক করোনা সংক্রমণের লাগাতার বৃদ্ধির জেরে সাতটি জেলায় কারফিউয়ের মেয়াদ বাড়াল মণিপুর সরকার। ইমফল পশ্চিম, ইমফল পূর্ব, বিষ্ণুপুর, থউবাল, কাকচিং, চূড়াচাঁদপুর এবং উখরুল জেলায় আগামী ১১ জুন পর্যন্ত কারফিউয়ের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, দৈনিক করোনা-র সংক্রমণ বেড়েই চলেছে যা জনসংখ্যার আনুপাতিক হারে গভীর চিন্তার বিষয়। তাই, কারফিউয়ের বর্ধিত মেয়াদে একটি এলাকায় পর্যায়ক্রমে ৩০ মে এবং ২, ৫ ও ৮ জুন সকাল ৭-টা থেকে ১০টা পর্যন্ত তিনটি দোকানের মধ্যে একটি দোকান খোলা যাবে। ১ জুন থেকে সচিবালয়ে এবং অধিকর্তার দফতরে ১৫ শতাংশ কর্মী নিয়ে কার্যালয় খোলা থাকবে।

ওই সময়ের মধ্যে শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা এবং করোনা-র নমুনা পরীক্ষা ও টিকাকরণের সাথে যুক্ত যানবাহন যাতায়াতে অনুমতি দেওয়া হবে। এছাড়া পেট্রোল পাম্প এবং রান্নার গ্যাসের আউটলেট খোলা থাকবে এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কর্মীরাও যাতায়াত করতে পারবেন। ইমফল বিমানবন্দরও খোলা থাকবে। বাড়িতে পণ্য পৌঁছে দেওয়ার পরিষেবাও চালু থাকবে।

এদিকে জীবন বিমা কার্যালয় সীমিত কর্মী নিয়ে সোম, বুধ এবং শুক্রবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা রাখতে পারবে। করোনা বিধি মেনে ধানের মিল খোলা রাখা যাবে। এছাড়া, সংবাদ মাধ্যম, বিদ্যুৎ দফতর, অগ্নি নির্বাপক দফতর, গৃহ দফতর, স্বাস্থ্য, ত্রাণ, জেলাশাসক, বন, পরিবেশ ও আবহাওয়া পরিবর্তন, অর্থ দফতর ও ট্রেজারি, পুলিশ ও জেলার সাধারণ প্রশাসন আগের মতোই কাজ চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *