আগরতলা, ২৯ মে (হি. স.) : করোনা-য় বাবা ও মা উভয়ের মৃত্যু-তে অনাথ সন্তান-দের ১৮ বছর পর্যন্ত সহায়তার জন্য নতুন প্রকল্প এনেছে ত্রিপুরা সরকার। মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্পের অধীনে ওই ছেলে-মেয়েদের মাসিক সাড়ে তিন হাজার টাকা এবং পড়াশুনার সমস্ত দায়িত্ব নেবে সরকার। শুধু তাই নয়, মেয়েদের ক্ষেত্রে বিবাহের সময় এককালীন ৫০ হাজার টাকা দিয়ে সহায়তা করা হবে। আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ওই প্রকল্পের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর কথায়, করোনা-র প্রকোপে অপূরণীয় ক্ষতি পূরণ করা হয়ত সম্ভব নয়। কিন্ত, করোনা-য় বাবা ও মা-কে হারিয়ে অনাথ সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায় ত্রিপুরা সরকার ওই প্রকল্প এনেছে।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় এখনো করোনা-য় বাবা ও মা উভয়ের মৃত্যুর ঘটনা সরকারি রেকর্ড-এ পাওয়া যায়নি। কিন্ত, এমনই দুর্ঘটনার শিকার হলে অনাথ শিশুদের ভরণ-পোষণ নেয়ার ভাবনায় ওই মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্প-র সূচনা করা হচ্ছে। তাঁর কথায়, করোনা-য় অনাথ শিশু-রা হোম-এ কিংবা পরিবারের অন্য অভিভাবকের সাথে থাকতে চাইবে। হোম-এ যারা থাকবে তাদের সমস্ত খরচ সরকার-ই বহন করবে। এখন দাদু-দিদা কিংবা পরিবারের অন্য কারোর সাথে থাকলে চাইলে ওই অনাথ শিশু-দের জন্য সরকার ১৮ বছর পর্যন্ত প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি, পড়াশুনার সমস্ত খরচ ত্রিপুরা সরকার বহন করবে। শুধু তাই নয়, মেয়েদের ক্ষেত্রে বিবাহের সময় এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।
সাথে তিনি যোগ করেন, ওই অনাথ শিশুরা দশম উত্তীর্ণ হওয়ার পর ল্যাপটপ কিংবা ট্যাবলেট দিয়ে সহায়তা করবে ত্রিপুরা সরকার। তাতে, তারা ইন্টারনেট-র সহায়তায় আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবে।