মুম্বই, ৪ মে (হি.স.) : পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা রুখতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলকেই দায়িত্ব নিতে হবে বলে দাবি করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যজুড়ে যে হিংসার বাতাবরণে তৈরি হয়েছে তা ঠেকানোর সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বে। তিনি আরও বলেন, মমতা জি দল এবারের নির্বাচনে বড় ধরনের সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এসেছে। সুতরাং রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতৃত্বকেই ভোট পরবর্তী হিংসা থামানোর দায়িত্ব নিতে হবে।
এছাড়া ভোট-পরবর্তী হিংসা রুখতে দাবি জানিয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ প্রভাস সাহেব সিংও। তিনিও এদিন একইভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে এই হিংসা রুখতে দায়িত্ব গ্রহণের কথা দাবি তুলেছেন।