অমরাবতী, ৩ মে (হি.স.) : রাজ্যে করোনা সংক্রমণের হার ক্রমাগত বেড়ে যাওয়ায় আগামী ১৪ দিনের জন্য আংশিক কার্ফু লাগু করার সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার। সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ মে থেকে ১৪ দিনের আংশিক কার্ফু রাজ্যে লাগু করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এক ঘোষণাপত্রে আরও জানানো হয়েছে, ওইদিন থেকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজ্যবাসীদের অত্যাবশ্যক পণ্যসামগ্রী কেনাকাটার জন্য দোকান খোলা থাকবে। তবে ওই সময় ১৪৪ ধারাও লাগু থাকবে। এর ফলে ওই সময়ে দুই বা ততোধিক ব্যক্তি এক জায়গায় দাঁড়ানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা থাকবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত গ্রহণের আগে মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন রেড্ডির নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক করা হয়েছে।
প্রসঙ্গত, অন্ধপ্রদেশের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, রবিবার পর্যন্ত রাজ্যে ২৩,৯২০ জন নতুনভাবে কোভিদ সংক্রমিত হয়েছেন। এরমধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে।