তিরুবনন্তপুরম, ৩ মে (হি.স.): কেরল কংগ্রেস (বি) শিবিরে শোকের আবহ। প্রয়াত হয়েছেন কেরল কংগ্রেসের (বি) চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আর বালাকৃষ্ণা পিল্লাই। সোমবার ভোররাতে কেরলের কোল্লাম জেলার কোট্টারাকারায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত, বিশেষ করে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বালাকৃষ্ণা পিল্লাই। গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল, কিন্তু সোমবার ভোররাত তিনটে নাগাদ সবকিছু শেষ হয়ে গেল।
কেরল স্টেট্ ওয়েলফেয়ার কমিশন ফর ফরওয়ার্ড কমিউনিটিসের চেয়ারম্যান ছিলেন পিল্লাই। দীর্ঘ সময়ের জন্য কেরল কংগ্রেসের (বি) চেয়ারম্যান ছিলেন তিনি। ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেছিলেন পিল্লাই। ১৯৬৪ সালে কংগ্রেস ছেড়েছিলেন তিনি। পরে কেরল কংগ্রেস গঠন করেন। কেরল কংগ্রেসের (বি) চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আর বালাকৃষ্ণা পিল্লাইয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।