আগরতলা, ৬ এপ্রিল (হি. স.)৷৷ লক্ষ্য যখন বিজেপি-কে আটকানো, তখন এডিসি-তে প্রয়োজনে তিপ্রা মথা-র হাত ধরতে নীতিগত অবস্থানে সর্বভারতীয় নীতি গ্রহণ করবে সিপিএম৷ তারই ইঙ্গিত দিলেন বামফ্রন্ট-র আহবায়ক বিজন ধর৷ এ-ক্ষেত্রে আদর্শগত অমিল সত্ত্বেও প্রয়োজন-র তাগিদে সিদ্ধান্ত নেবে বামফ্রন্ট, সাফ জানালেন তিনি৷ কারণ, এডিসি নির্বাচন-কে তাঁরা ঘুরে দাড়ানোর লড়াই হিসেবে দেখছেন৷
এদিকে, সম্ভবত ত্রিপুরার ইতিহাসে এই প্রথম নির্বাচন শেষে বিরোধীরা সন্তোষ প্রকাশ করেছেন৷ ত্রিপুরায় প্রধান বিরোধী দল সিপিএম সাফ জানিয়েছে, এডিসি নির্বাচনে ভোটের হার অভিনন্দন যোগ্য৷ কারণ, ৪টি জেলায় সম্পুর্ন শান্তিপুর্ন নির্বাচন হয়েছে৷ বাকি ৪টি জেলায় বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে৷ তাই, ১২৪৪টি বুথের মধ্যে ৬৫টি বুথে তাঁরা পুন:ভোট চেয়েছেন৷
আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাশ বলেন, ভয়-ভীতি, সন্ত্রাস-কে পদদলিত করে গণদেবতা-রা সাহসের সাথে ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ তাঁর দাবি, এডিসি এলাকায় বহিরাগত-রা সন্ত্রাস কায়েম করেছেন৷ সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে৷ এদিন অভিযোগ করেন, বিজেপি আশ্রিত দুসৃকতিকারী-রা সিপিএম প্রার্তী-র নির্বাচন এজেন্ট-দের মারধর করেছেন৷ ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছেন৷ কিন্ত, ভোটারদের দৃঢ় মানসিকতার কাছে তারা মাথা নোয়াতে বাধ্য হয়েছেন৷ তাঁর অভিযোগ, বেশ কিছুই স্থানে বুথ দখলের ঘটনাও ঘটেছে৷ তাই, ১১টি আসনে ৬৫টি বুথে পুন: নির্বাচন চেয়ে কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে৷
এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি-কে একহাত নিলেও সিপিএম নেতৃবৃন্দ তিপ্রা মথা সম্পর্কে টু শব্দ করেননি৷ অথচ, শাসক দল বিজেপি অভিযোগ করেছে তিপ্রা মথা ও সিপিএম এডিসি নির্বাচনে পেছনের দরজা দিয়ে প্রবেশে ষড়যন্ত্র করেছে৷ এ-বিষয়ে বামফ্রন্ট-র আহবায়ক বিজন ধর বলেন, তিপ্রা মথা-র সাথে আদর্শগত ফারাক রয়েছে৷ তাই, তাদের সাথে একসাথে দাড়ানোর সুযোগ নেই৷ তাঁর দাবি, এই নির্বাচন ঘুরে দাড়ানোর জন্য লড়াই করছে বামফ্রন্ট৷ তাতে, সাফল্য মিলবে আশাবাদী তিনি৷ তাঁর কথায়, ৪টি জেলায় শান্তিপুর্ন নির্বাচন হয়েছে৷ বাকি চারটি জেলায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে৷ তাই, ৬৫টি বুথে পুন: নির্বাচন চেয়েছে বামফ্রন্ট৷ এদিন তিনি উতুল্ল হয়ে বলেন, ভোটের হার অভিনন্দন যোগ্য৷ তাঁর কথায়, অন্যান্য নির্বাচনের তুলনায় এই নির্বাচনে নতুনত্ব রয়েছে৷
এদিকে, তিপ্রা মথা সম্পর্কে বিজন বাবু-র বক্তব্য, প্রয়োজনে এডিসি-তে বামেরা সর্বভারতীয় অবস্থান নেবে৷ সে-মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবে৷ এ-ক্ষেত্রে বিজেপি-কে আটকাতে বামেরা তিপ্রা মথা-র হাত ধরবে তা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে৷ কারণ, রাজ্য ভিত্তিক সিপিএম-র নীতিগত ভিন্ন অবস্থান রয়েছে৷ যেমন-টা কেরালা এবং পশ্চিমবঙ্গে বিজেপি-কে আটকাতে বামেরা নীতিগত অবস্থান নিয়েছে৷

