BRAKING NEWS

ভারতের প্রতিটি সাফল্য বিশ্বকে সফল করতে সাহায্য করবে, দাভোস সামিটে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.):  ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সামিটে ভারতের  ‘জীবনদায়ী’ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বৃহস্পতিবার আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রতিটি সাফল্য বিশ্বকে সফল করতে সাহায্য করবে । বিশ্বের বিভিন্নপ্রান্তে ভ্যাকসিন পৌঁছে দিয়ে লক্ষ-লক্ষ মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব নিয়েছে এ দেশ। একইসঙ্গে তুলে ধরলেন দেশে টিকাকরণের  সাফল্যও।

বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সামিটের ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত বছর ফেব্রুয়ারি-মার্চে অনেকে বলেছিল ৭০-৮০ কোটি মানুষের করোনা হবে, ২০ লাখ মানুষ মারা যাবেন। কিন্তু ভারত দমে না গিয়ে কোভিডের মোকাবিলা করে। তিনি বলেন, এদিন তিনি এসেছেন ১৩০ কোটি ভারতবাসীর তরফ থেকে বিশ্বাস, আশা ও ইতিবাচক বার্তা নিয়ে । বলেন, করোনার বিরুদ্ধে লড়াইকে জন আন্দোলনে পরিণত করে সফলতা এসেছে।  করোনার জন্য স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা হয়েছে, প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে ও টেস্টিংয়ের ক্ষেত্রে প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে । তিনি জানান, গত ১২ দিনে ভারতে ২ লক্ষ ৩০ হাজার জনের টিকাকরণ হয়েছে।আগামী কয়েক মাসের মধ্যে দেশের ৩০ কোটি বয়স্ক মানুষেরও টিকাকরণও সেরে ফেলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এদিন দাভোস সম্মেলনে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ইতিমধ্যে দুটি স্বদেশি ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। আরও কয়েকটি করোনা টিকা এ দেশে ছাড়পত্র পাবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এ প্রসঙ্গে বলতে গিয়েই দেশের আত্মনির্ভর হওয়ার কথা তুলে ধরেছেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন, “করোনাকালে একাধিক বিপত্তিকে জয় করেছে ভারত। আত্মনির্ভর অভিযানের মাধ্যমে অর্থনৈতির সংস্কারের পথে হেঁটেছে দেশ।” এ দেশের সংস্কার অনেকের কাছেই উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তাঁর কথায়, “মহামারী আবহে বিশ্বের বহু মানুষের প্রাণদান করেছে ভারত। বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন।১৫০ দেশকে সাহায্য করেছে ভারত। তৈরি করা হয়েছে টিকাকরণের পরিকাঠামো।”এই সমস্ত সাফল্যের কথা এদিন আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এদিন আধার, ইউপিআই ও তথ্য গোপনীয়তা আইন নিয়েও বার্তা দেন প্রধানমন্ত্রী। পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে সরকার ও শিল্পমহলকে একযোগে কাজ করতে হবে বলে জানান মোদী। তিনি বলেন যে বিভিন্ন আইনকে বদল করা হচ্ছে যাতে অযথা হেনস্থা না হয় ব্যবসায়ীদের। ক্রমশ ভারত আত্মনির্ভর হয়ে উঠছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *