ফ্রান্স, ২৮ জানুয়ারি (হি. স.) : বিশ্বের অন্যতম পুরনো কান চলচ্চিত্র উৎসবকে ফের পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কান ফিল্ম উৎসব কমিটি স্পষ্ট জানিয়েছে করোনার জন্যই তাঁদের এই সিদ্ধান্ত।
কমিটি জানিয়েছে জুলাই মাসে অনুষ্ঠিত হবে কান ফিল্ম উৎসব। ৬ জুলাই শুরু হয়ে ১৭ তারিখ শেষ হবে এই চলচ্চিত্র উৎসব। কিন্তু ২০২০ সালে প্রথমবার পিছনোর পর কান ফিল্ম উৎসব কমিটি জানিয়েছিল ১১ মে ২০২১এ উৎসব শুরু হবে। চলবে ২২মে পর্যন্ত। এবার তা আরও পিছলো। এই নিয়ে তিনবার ৭৪তম কান ফিল্ম উৎসবের তারিখ পিছিয়ে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ কবে ফিল্ম উৎসব অনুষ্ঠিত করা সম্ভব হবে। উৎসব কমিটির চিন্তা করোনা, কারণ বিভিন্নদেশ থেকে পরিচালক এবং মানুষ আসবে উৎসবে অংশ নিতে। সেখানে কতটা দুরত্ববিধি এবং করোনা বিধি মানানো যায় তা নিয়ে আরও একটু সময় নিতে চাইছে তারা।
পাশাপাশি সংক্রমণ বেড়ে যাওয়ার কোথাও চিন্তা করছেন তাঁরা। এর আগে বিশ্বের সম্মানীয় এই ফিল্ম ফেস্টিভ্যাল করোনভাইসারের প্রাদুর্ভাবে পিছিয়ে যায় ২০২০ সালে। তখন ১২ থেকে ২৩ মে অনুষ্ঠিত হবার কথা ছিল কান ফিল্ম ফেস্টিভ্যাল। তা করা যায়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ দেশে লকডাউন জারি করার পরই ফেস্টিভ্যাল পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিল কান কর্তৃপক্ষ। কান চলচ্চিত্র উৎসব ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২-২৩ মে। করোনার কারণেই, পিছিয়ে জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে করার চেষ্টা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু করোনা পরিস্থিতিতে তা করা যায়নি। বছর পেরিয়ে ২০২১ আরও একবার পিছোল চলচ্চিত্র উৎসব।