আগরতলা, ২৭ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ রুলস ১৯৮৫-এর ২৭ নম্বর রুলসের ১ এবং ২ নম্বর সাব রুল অনুযায়ী এডিসি এলাকার সবকয়টি কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। জেলা পরিষদের নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই সূচি অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি।
তিনি জানান, ৫ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই তালিকার উপর দাবি ও আপত্তি জানানো যাবে। এই দাবি ও আপত্তিগুলি ১৭ ফেব্রুয়ারি মধ্যে নিম্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ফেব্রুয়ারি। ১৫ জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের বিধানসভা ক্ষেত্রগুলি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে এডিসি-র বিভিন্ন কেন্দ্রের ভোটার তালিকা প্রস্তুত হবে, বলেন তিনি।
প্রসঙ্গত, ১৭ মে-র মধ্যে এডিসি নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন পরিষদ গঠনের নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। করোনা-র প্রকোপে অনেকটা বিলম্ব হয়েছে এডিসি নির্বাচনে।