BRAKING NEWS

গুণগত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷ ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষাকে পাথেয় করে আগামীদিনের জন্য প্রস্তুত করতে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি আজ কমলপুরে কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করে বলেন, মহান মনিষী স্বামী বিবেকানন্দ বলে গেছেন পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হচ্ছে শিক্ষা৷


রাজ্য সরকারও এই লক্ষ্যেই গুণগত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে৷ গুণগত শিক্ষার প্রসারে ইতিমধ্যেই ৩৪টি কর্মসূচি নিয়ে রাজ্য সরকার কাজ করছে৷ তিনি বলেন, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এন সি আর টি স্তরে শিক্ষাব্যবস্থার উন্নীতকরণে ত্রিপুরা সারা দেশের কাছে দৃষ্টান্তস্বরূপ হয়ে থাকবে৷ অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, শিক্ষার অগ্রগতি ছাড়া রাজ্য, দেশ তথা সমাজ এগিয়ে যেতে পারেনা৷


তাই শিক্ষাকেই সবর্োচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনী পঞায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, বিশিষ্ট আইনজীবী শ্যামল কান্তি পাল, নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, ধলাই জেলা শিক্ষাআধিকারিক অর্জন শর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র দেববর্মা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন কমিটির ভাইসচেয়ারম্যান ক’ষ্ণ দেবরায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *