BRAKING NEWS

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হচ্ছে ট্র্যাক্টর মিছিল, ছাড়পত্র দিয়েছে দিল্লি পুলিশ, দাবি কৃষক সংগঠনের

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হচ্ছে কৃষকদের ট্র্যাক্টর মিছিল। ওই রাজধানীতে ট্র্যাক্টর মিছিলের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। শনিবার এমনটাই দাবি করলেন কৃষক সংগঠনের নেতারা। যদিও সে বিষয়ে দিল্লি পুলিশের তরফে প্রকাশ্যে বা সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।


২৬ জানুয়ারি সেনাবাহিনীর সঙ্গে প্যারেডে অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ওই অনুষ্ঠান যাতে সুষ্ঠভাবে পালন করা যায়, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এতদিন কৃষকদের র্যালি করার ছাড়পত্র দিচ্ছিল না দিল্লি পুলিশ। এ ব্যাপারে পুলিশ এবং কৃষকদের মধ্যে বৈঠকও হয়েছে। তাতে মেলেনি কোনও সমাধান–সূত্র। কৃষকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁরা রেড রোডেই শান্তিপূর্ণভাবে ট্রাক্টর মিছিল করবেন। তারপর নাকি  দিল্লি পুলিশের তরফে র‍্যালির ছাড়পত্র দেওয়া হয়েছে।  


কৃষক সংগঠন এবং দিল্লি পুলিশের বৈঠকের পর কৃষক নেতা অভিমন্যু কোহর জানান, গাজিপুর, সিংঘু এবং তিকরি সীমান্ত থেকে মিছিল শুরু হবে। তবে এখনই পুরো পরিকল্পনা চূড়ান্ত হয়নি। আজ   রাতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। তিনি দাবি করেছেন, প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে থাকা দিল্লি পুলিশ।কৃষক নেতারা জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের মিছিলে অংশ নেবেন হরিয়ানা, পঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *