BRAKING NEWS

রাফালের গর্জনে মুখরিত হবে রাজধানীর আকাশ

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি. স.) : প্রতি বছরের মতো এবছরও রাজধানী দিল্লির রাজপথে গণতন্ত্র দিবসের দিন বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত অনুষ্ঠানে দিল্লির আকাশে উড়তে দেখা যাবে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল। সোমবার দিল্লিতে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন বায়ুসেনার মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী। 

তিনি আরো বলেছেন, ৪২টি বিমান ফ্লাই পাস্ট অংশগ্রহণ করবে। এরমধ্যে ১৫ যুদ্ধবিমান, পাঁচটি সামরিক পণ্যবাহী বিমান, একটি পুরনো যুদ্ধবিমান। সেদিন দিল্লির আকাশপথে গর্জন করে উড়ে যাবে রাফাল যুদ্ধবিমান। এর পাশাপাশি ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় স্থল সেনার হেলিকপ্টারও আকাশপথে উড়ে যাবে। কি ধরনের ফরমেশনে এবারের যুদ্ধবিমান এবং হেলিকপ্টারগুলি উড়বে সেই সম্পর্কে বলতে গিয়ে ইন্দ্রনীল নন্দী জানিয়েছেন, যে ফরমেশন বা ধরনের উড়বে সেগুলি হল রুদ্র, সুদর্শন, রক্ষক, একলব্য এবং ব্রহ্মাস্ত্র। রুদ্র ফরমেশনে একটি ডাকোটা এবং দুটি এম আই ১৭ হেলিকপ্টার অংশগ্রহণ করবে অন্যদিকে সুদর্শন ফরমেশনে দুটি চিনুক এবং দুইটি এমআই ১৭ হেলিকপ্টার যোগ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *