BRAKING NEWS

২০২৫ সালের মধ্যেই পথ দুর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে ফেলা হবে : নীতিন গডকরি

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি. স.) : পথ দুর্ঘটনায় এবং সেই সংক্রান্ত মৃত্যু ২০২৫ সালের মধ্যে ৫০ শতাংশ কমিয়ে আনাই লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। সোমবার রাজধানী দিল্লিতে সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি এ কথা জানান। দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় পথ নিরাপত্তা মাসের শুভ সূচনা করে তিনি জানান, ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করলে ৬ থেকে ৭ লাখের বেশি মানুষের মৃত্যু হবে পথ দুর্ঘটনায়। তাই অঙ্গীকার নেওয়া হয়েছে যে ২০২৫ সালের মধ্যে পথদুর্ঘটনায় এবং সেই সংক্রান্ত মৃত্যু ৫০ শতাংশ কমিয়ে আনা হবে। এর জন্য জনগণের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।

এদিনের সভায় নিজের মন্ত্রকের সাফল্যের কথা তুলে ধরে নীতিন গডকরি জানিয়েছেন, প্রত্যেকদিন ৩০ কিলোমিটার রাস্তা তৈরি করার যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তা পূরণ করা গিয়েছে। চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে দৈনিক ৪০ কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে। উল্লেখ করা যেতে পারে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং, নীতি আয়োগ এর সিইও অমিতাভ কান্ত। জনগণের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা গড়ে তুলতে আগামী এক মাস ধরে একাধিক কর্মসূচি নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *