নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ কোভিড টিকাকরণের প্রস্তুতি পর্বের অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি জেলায় আজ সফলভাবে আয়োজিত হয়েছে কোভিড টিকার ড্রাই রান৷ টিকাকরণ প্রক্রিয়ার সমস্ত দিকগুলি ভালো করে খতিয়ে দেখার জন্য রাজ্যের ৮টি জেলায় টিকাকরণে এই মহড়ার আয়োজন করা হয়৷
আজ রাজ্যের ১৫২টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে টিকাকরণের মহড়া অনুষ্ঠিত হয়েছে৷ এরমধ্যে পশ্চিম জেলার ৩০টি, খোয়াই জেলার ৯টি, সিপাহীজলা জেলার ১৮টি, গোমতী জেলার ১৭টি, দক্ষিণ ত্রিপুরা জেলার ২৬টি, ধলাই জেলার ২১টি, ঊনকোটি জেলার ১৩টি এবং উত্তর ত্রিপুরা জেলার ১৮টি কেন্দ্রে এই মহড়া অনুষ্ঠিত হয়৷ টিকাকরণের জন্য ইতিমধ্যেই ২১১টি টিমকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এরমধ্যে থেকে ১৫২টি টিমকে টিকাকরণ কেন্দ্রগুলির দায়িত্ব দেওয়া হয়৷ আজ ড্রাই রানে রাজ্যের ২,০৯৯ জন সুুবিধাভোগী টিকাকরণ মহড়ায় অংশ নিয়েছেন৷
এদিন সকাল ৯ টায় কো-উইন অ্যাপের মাধ্যমে মহড়া শুরু হয়৷ পশ্চিম জেলার জেলাশাসক, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা, কোভিড টিকা মনিটরিং টিমের সদস্য সহ ইউএনডিপি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিকগণ এদিন রাজ্যের বিভিন্ন টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন৷ এদিকে টিকাকরণ মহড়ার পর প্রতিটি জেলায় জেলাশাসকের নেত’ত্বে ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স মিটিং করা হয়েছে৷ মিটিং-এ সমস্ত খঁুটিনাটি বিষয়, অসুুবিধার দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা এই সংবাদ জানান৷