BRAKING NEWS

ছিনতাইকারীদের কবলে পড়ে বিশালগড়ে গুরুতর আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ বিশালগড় এর পরিমল চৌমুহনী এলাকায় গতকাল রাত ৯টা নাগাদ ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছেন তিনজন৷ সংবাদ সূত্রে জানা গেছে সুশীল দাস মুন্না দাস সহ ৩ জন বাইকে করে আগরতলা থেকে নলছড় এর দিকে যাচ্ছিলেন৷


রাত ৯ টা নাগাদ বাইকটি পরিমল চৌমুহনী এলাকায় পৌঁছলে কতিপয় ছিনতাইকারী আটক করার চেষ্টা করে৷বাইকের পথ আগলে দাঁড়ালে বাইক নিয়ে ছিটকে পড়ে তিনজন গুরুতর ভাবে আহত হন৷ সেখান থেকে ছিনতাইকারীরা তাদের ব্যাগসহ কিছু জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়৷পথচারীরা তাদেরকে বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়ে থাকতে দেখে দমকল বাহিনীকে খবর দেন৷
খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে ছিনতাইকারীদের কোনো খোঁজ পায়নি পুলিশ৷
উল্লেখ্য বিশালগড়ের সিপাহী জলা সংলগ্ণ এলাকাতেও প্রায় সময় এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে৷পরপর এসব ঘটনা বৃদ্ধি পাওয়ায় সড়কপথে রাতে সাধারণ মানুষের যাতায়াত রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ওইসব এলাকায় পুলিশের টহল বাড়ানোর জন্য দাবি উঠেছে৷


কেননা অনেকেই জরুরী ভিত্তিতে ওই রাস্তা দিয়ে রাতে যাতায়াত করতে হয়৷ ছিনতাইকারীরা যেভাবে একের পর এক ধরনের ঘটনা সংঘটিত করে চলেছে তাতে রাতে ওই সব রাস্তা দিয়ে যাতায়াত করা যেত আতঙ্কের কারণ হয়ে উঠেছে৷ চক্রটিকে যেকোনো মূল্যে শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য জোরালো দাবি উঠেছে৷
প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজধানী আগরতলা সংলগ্ণ সিদ্ধি আশ্রম এলাকায় এক মহিলা পথচারীর গলার সোনার চেইন ছিনতাই করে নিয়ে গিয়েছে দুই ছিনতাইকারী৷ বাইকে করে তারা ছুটে গিয়ে ছিনতাই করে পালায়৷ সিসিটিভির ক্যামেরায় তাদের চিত্র ধরা পড়লেও পুলিশ অন্ধকারে হাতরাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *