BRAKING NEWS

বিকেল পাঁচটা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৫২.২৪ শতাংশ : নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি. স.) : বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৫২.২৪ শতাংশ বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।  বুধবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানিয়েছেন, বিকেল পাঁচটা পর্যন্ত বিহারে প্রথম দফার ভোটগ্রহণে ভোট পড়েছে ৫২.২৪ শতাংশ। ২০১৫ সালে প্রথম দফার ভোটগ্রহণে ভোট পড়েছিল ৫৪.৯৪ শতাংশ। যদিও এখনও পূর্ণাঙ্গ শতাংশের হার হাতে আসেনি। তা আসতে সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। করোনা পরিস্থিতির মধ্যেও রাজনৈতিক দল এবং সাধারন মানুষ যে সংযম দেখিয়েছে তার প্রশংসা করেছেন তিনি। উল্লেখ করা যেতে পারে বিহারের প্রথম দফার ভোট গ্রহণে ১৬টি জেলার ৭১টি আসনের জন্য হচ্ছে। ভাগ্য নির্ধারণ হবে ১০৬৬ জন প্রার্থীর। এরমধ্যে রাজ্যের আট মন্ত্রীসহ ৯৫২ জন পুরুষ প্রার্থী রয়েছে। মহিলা প্রার্থী সংখ্যা ১১৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *