নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি. স.) : সেনাবাহিনীর হাত শক্ত করতে সমস্ত রকমের প্রচেষ্টা চালিয়ে যাবে কেন্দ্রীয় সরকার। বুধবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বুধবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে দেশের সুরক্ষা এবং সার্বভৌম রক্ষার্থে সাফল্য অর্জন করেছে ভারতীয় সেনাবাহিনী। স্বাধীনতার পর থেকে এই ধারা বজায় রয়েছে। সন্ত্রাসবাদ, অনুপ্রবেশ এবং বহিরাক্রমণ রোধে ক্রমাগত সাফল্য দেখিয়েছে সেনাবাহিনী। আগামীদিনের সেনাবাহিনীর হাত শক্ত করতে সমস্ত রকমের প্রচেষ্টা চালিয়ে যাবে কেন্দ্রীয় সরকার। সীমান্তবর্তী দুর্গম এলাকায় সড়ক পরিবহন যোগাযোগ আরো বেশি উন্নত করার লক্ষ্যে ক্রমাগত কাজ করে যাওয়া হবে।
উল্লেখ করা যেতে পারে চারদিনের একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে সেনাবাহিনীর তরফে। সম্মেলনের তৃতীয় দিনে বক্তব্য রাখেন রাজনাথ সিং। সম্মেলনের অন্তিম দিন অর্থাৎ চতুর্থ দিনে বর্ডার রোড অর্গানাইজেশন এর তরফ থেকে সীমান্তবর্তী এলাকায় যেসব সড়ক তৈরি করা হয়েছে তার খতিয়ান তুলে ধরা হবে। এই সম্মেলনের মূল উদ্দেশ্যই হচ্ছে ভারতে জন্য বাইরের আক্রমণের বিপদ কতটা গুরুতর তা আলোচনা করে দেখা।